আগামী ৪৮ ঘন্টায় যে সব এলাকায় হবে ঝেঁপে বৃষ্টি

আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যেই আজ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনো চলবে বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় চলবে বৃষ্টি।


 
উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি বছরে বাংলায় সঠিক সময়ে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি। মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। হাওয়া অফিস জানাচ্ছে, আজ এবং আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা ২৮ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল সন্ধ্যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকটাই বেশি। বাতাসে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৫ শতাংশ।

ব্যাঙ্ক টাকা ধার দিতে চাইছে, কিন্তু জনগন নিচ্ছেনা


 ব্যাঙ্কের ভঁাড়ারে টাকা অঢেল। অথচ বাজারে ধার নেওয়ার লোক নেই। করোনা–সঙ্কটের জেরে এমনই এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় অর্থনীতিতে। দিশা খুঁজে পাচ্ছে না শিল্প–‌মহলও। বণিক সভা অ্যাসোচ্যাম–‌এর আশা, আগস্টের গোড়ার বৈঠকে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর উপায় নিয়ে মাথা ঘামাবে রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি কমিটি। ৪ থেকে ৬ আগস্ট বৈঠকের পর আর্থিক নীতি নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে ওই কমিটি। অ্যাসোচ্যাম–‌এর মতে, বাজারে চলছে অনিশ্চয়তা। কারণ লোকের হাতে টাকা নেই। তাই জিনিসের চাহিদাও নেই। এর পর ব্যালান্স শিটে বাড়ছে ঋণের বোঝা। ফলে কী জন্য ধার নেবে শিল্প–‌কারখানা? এর ফলে বিভিন্ন ব্যাঙ্কে জমা–‌হওয়া টাকা এসে জড়ো হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের ভঁাড়ারে। আবার সেই টাকা বিনিয়োগের জায়গা খুঁজে না পেয়ে সরকারকেই বেশি–‌বেশি করে ঋণ দিয়ে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। চলতি অর্থ বর্ষে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এ দেশের শিল্পক্ষেত্রে মোট ব্যাঙ্ক–‌ঋণের পরিমাণ কমেছে ১.৫ শতাংশ। আরবিআই–‌এর তথ্যে দেখা যাচ্ছে, সার শিল্পে মোট ব্যাঙ্ক–‌ঋণের পরিমাণ কমেছে ২৯ শতাংশ, রাসায়নিক ও রাসায়নিক পণ্য তৈরির শিল্পে মোট ঋণ কমেছে মাইনাস ১০ শতাংশ, কাচ ও কাচের জিনিসপত্র তৈরির শিল্পে মোট ঋণ কমেছে ৭ শতাংশ। একই ভাবে ঋণ নেওয়ার পরিমাণ কমেছে নির্মাণ শিল্পে ৩.৭ শতাংশ, রত্ন ও অলঙ্কার শিল্পেও ৩.৭ শতাংশ এবং চর্মশিল্পে ৪.৪ শতাংশ। অ্যাসোচ্যাম–‌এর সেক্রেটারি জেনারেল দীপক সুদ জানিয়েছেন, ‘ঋণ পাওয়া নয়, আজকের দিনে মূল সমস্যা হল ধার শোধ করা। দেশের বিপুল সংখ্যক শিল্পের যত উৎপাদন–‌ক্ষমতা, বাস্তবে কাজে লাগানো হচ্ছে তার অর্ধেকেরও কম। এর পরেও যদি তাদের ব্যালান্স শিটে চাপ পড়ে, তা হলে তার পরিণাম হবে খুবই খারাপ।’ তঁার মতে, সমস্যাটা রেপো রেট নিয়ে নয়। আর্থিক বাজারে যেটা সমস্যা তৈরি করছে, তা হল রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেটে সুদের যে–‌হার, সেই হারেই রিজার্ভ ব্যাঙ্কের কাছে টাকা জমা রাখে ব্যাঙ্কগুলি। দীপক সুদ বলেন, রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি কমিটি যদি তাদের বৈঠকে সরকারের বাড়তি ঋণের চাহিদা জোগান দেওয়ারও সিদ্ধান্ত নেয়, তা হলেও ব্যাঙ্ক–‌ব্যবস্থায় থেকে যাবে নগদের স্রোত, যা ধার নেওয়ার লোক বাজারে নেই। অ্যাসোচ্যামের বক্তব্য, কর্পোরেট ও ইনফর্মাল সেক্টর, অর্থনীতির দুটো ক্ষেত্রই এখন আগুন নেভানো বা ক্ষতি সামলানোর মনোভাব নিয়ে চলছে। ফলে অদূর ভবিষ্যতে তারা নতুন বিনিয়োগ এড়িয়েই চলবে। এই পরিস্থিতিতে বণিক সভার আশা, নিশ্চয়ই এই কঠিন অবস্থা থেকে বেরোনোর রাস্তা দেখাবে রিজার্ভ ব্যাঙ্ক।‌

রেশন-নিয়ম পাল্টে যাচ্ছে বাংলায়? এবার জুড়বে আধার-ফোন, থাকবে বায়োমেট্রিক পদ্ধতিও!

রেশন ব্যবস্থায় স্বচ্ছতার লক্ষ্যে এবার নিয়মে বড় পরিবর্তন আনল রাজ্য সরকারের। এবার থেকে রেশন ব্যবস্থায় SMS এবং বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। নয়া এই ব্যবস্থায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর এবং গ্রাহকের ফোন নম্বর যুক্ত করতে হবে। ভিড় এড়াতে প্রতি মাসের তৃতীয় ও চুর্থত সপ্তাহে রেশন কার্ড, আধার কার্ড এবং মোবাইল নম্বর নিয়ে উপভোক্তাদের রেশন দোকানে যোগাযোগ করতে হবে। রেশন দোকানেই যন্ত্রের মাধ্যমে উপভোক্তার ডিজিটাল রেশন কার্ডে নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করা হবে।

আধার সংযুক্তির পর বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন  তুলতে পারবেন গ্রাহকরা। কোনও কারণে বায়োমেট্রিক পদ্ধতি যদি সফল না হয়, তবে সংযুক্ত মোবাইল নম্বরে OTP-র মাধ্যমেও রেশন তোলা যাবে। তবে লকডাউন চলায় এখনও নয়া সিদ্ধান্ত এখনও চালু করা হবে না।

কেন্দ্র রেশনের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা প্রধানমন্ত্রী ঘোষণা করার পর রাজ্যে ২০২১-এর জুন পর্যন্ত নিখরচায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, রাজ্যে লকডাউন চলাকালীন রেশন সরবরাহ নিয়ে একগুচ্ছ অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নিয়েছে রাজ্য সরকার।

এমন সময়ে বিকল্প পথের সন্ধান খুঁজছিল খাদ্য দফতর। গ্রাহক স্বার্থেই বায়োমেট্রিক ও SMS পদ্ধতি চালু করা হবে। প্রসঙ্গত, রাজ্যে রেশন কার্ডের সংখ্যা প্রায় ১০ কোটি। তবে অনেকেই ফোন নম্বর সংযুক্ত করাননি। আপাতত সেই সংযুক্তিকরণে জোর দেওয়া হয়েছে।
এভাবে উপভোক্তার রেশন যাতে অন্য হাতে না যায়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর খাদ্য দফতর।

মহিলার গোপনাঙ্গ থেকে সোয়াব নিয়ে করোনা টেস্ট, গ্রেফতার ল্যাব এর টেকনিশিয়ান

রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী যশোমতি ঠাকুর এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। অভিযুক্ত টেকনিশিয়ানের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারিও দেন মন্ত্রী।
জানা গিয়েছে, অভিযোগকারিণী অমরাবতীর এক শপিং মলে কর্মরত। ২৪ জুলাই তাঁদের এক স্টাফের কোভিড পজিটিভ ধরা পড়ে। এর পর মলের জনা ২৫ স্টাফ অমরাবতীর ওই ল্যাবে গিয়ে সোয়াব টেস্ট করাতে দেন। ওই ২৫ জনের মধ্যে অভিযোগকারিণী মহিলাও ছিলেন।
স্থানীয় বাদনেরা থানার ইনস্পেক্টর বানজারি সংবাদ সংস্থাকে জানান, মঙ্গলবার অমরাবতীর ওই মলের ২৫ জন স্টাফের নাক থেকে সোয়াব সংগ্রহ করা হয়েছিল। এর পর ওই মহিলাকে আলাদা করে ডেকে, কোভিড টেস্টের অছিলায় ফের গোপনাঙ্গ থেকে সোয়াব সংগ্রহ করে অভিযুক্ত।
অমরাবতী থেকেই দেশ প্রথম মহিলা রাষ্ট্রপতি (প্রতিভা পাটিল) পেয়েছিল। সেই জেলায় এমন এক ঘটনা মাথা হেঁট করে দিয়েছে বলেই মনে করেন নারীকল্যাণ মন্ত্রী।
বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৭৯৮। বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭২৯ জনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে ১১,১৪৭ নমুনা পজিটিভ এসেছে। সেরে ওঠা রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার ৬১৫।
এদিকে, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৪,৮০০। একদিনে মৃত্যু হয়েছে ৭৮৩ জনের। দেশে সংক্রামিত বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৩৯ হাজার ১৮৪। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৭৮৬।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।

মাত্র 399 টাকাতেই নতুন ফোন নিয়ে আসছে Jio

ফোন এত দিন যাঁদের কাছে স্বপ্নাতীত ছিল, এবার তাঁদের জন্যও চিন্তাভাবনা শুরু করে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। অল্প টাকায় JioPhone  নিয়ে এসে দেশের গরীব মানুষের হাতেও মোবাইল ফোন তুলে দিতে চলেছে Reliance Jio। সূত্রের খবর, এই মুহূর্তে জোরকদমে তৈরি হচ্ছে JioPhone 5। আর সেই ফোনের দাম ৫০০ টাকারও কম হতে চলেছে বলে আরও জানা গিয়েছে।
বিগত কিছু বছর আগেই ভারতের বাজারে বিপুল জনপ্রিয়তা লাভ করে JioPhone। খুবই সস্তায় Jio সিম ব্যবহারের পাশাপাশিই LTE সুবিধাও উপলব্ধ সেই ফোনে। প্রথম বার মার্কেটে লঞ্চ করার সময়ে JioPhone-এর দাম ছিল মাত্র 999 টাকা। এখন সেই ফোনের দাম মাত্র 699 টাকা। তবে টেক বিশেষজ্ঞরা মনে করছেন, JioPhone 5 আগের JioPhoneগুলির থেকে আরও ভালো হতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে এই JioPhone 5 আদতে JioPhone-এর একটি লাইট ভার্সন।
JioPhone 5 এ কানেক্টিভিটির জন্য WiFi এবং ব্লুটুথের কোনও অপশন নেই। ফোনে একটি ছোট্ট LCD প্যানেল থাকছে। এ ছাড়াও ফোনের স্টোরেজের পরিমাণও কম হতে চলেছে। অতিরিক্ত অ্যাপ্লিকেশনের ঝক্কি এই ফোনে রাখছে না Reliance Jio। কোনও গ্রাহক এই ফোনে ইচ্ছে মতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে সমস্যায় পড়তে পারেন। সে ক্ষেত্রে ফোনটি অনর্গল হ্যাং করার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাছাড়াও Reliance Jio-র নয়া এই মডেলে ক্যামেরা থাকার কোনও সম্ভাবনা নেই।
আগের অন্যান্য JioPhoneগুলির মতোই এই ফোনেও VoLTE কল করতে পারবেন গ্রাহকেরা। আর Jio সিম ব্যবহারকারীদের জন্য কলিং সম্পূর্ণ বিনামূল্যেই হতে চলেছে। তবে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে রিচার্জ করতেই হবে। এ ছাড়াও JioPhone 5 এ ইন্টারনেট ব্যবহার করতে গেলেও গ্রাহককে ইন্টারনেট প্যাক রিচার্জ করতে হবে। একই সঙ্গে মার্কেটে দুটি ফোন লঞ্চ করবে Reliance Jio। একটি JioPhone 5 এবং আর একটি Jio Smartphone। আর এর মাধ্যমেই যে টেলিকম মার্কেটের পাশাপাশিই এবার স্মার্টফোন জগতেও ছাপ ফেলতে চলেছে Reliance Jio, তা আর বলার অপেক্ষা রাখে না।

কিন্তু কবে লঞ্চ হবে JioPhone 5? আর দামই বা কত হবে নতুন এই ফোনের? JioPhone 5 বাজারে ঠিক কবে নাগাদ লঞ্চ হবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও অবধি কিছুই জানানো হয়নি। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, চলতি বছরের শেষের দিকেই লঞ্চ হবে JioPhone 5। একই সঙ্গে Jio Smartphone-ও এই বছরের শেষের দিকে মার্কেটে চলে আসবে বলে মনে করা হচ্ছে। আর JioPhone 5-এর দাম মাত্র 399 টাকা থেকেই শুরু হবে।

টাইমস স্কোয়ারের ১৭ হাজার বর্গফুটের এলইডি ডিসপ্লেতে প্রদর্শিত হবে রাম মন্দিরের 'ভূমি পূজা!

সংগঠকদের কথা মতো ৫ অগস্ট রাম মন্দিরের "ভূমি পূজা" হলো ঐতিহাসিক ঘটনা। তাই রাম ও অযোধ্যার রাম মন্দিরের ত্রিমাত্রিক ছবি দেখানো হবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে।

আমেরিকা- ভারত জনবিষয়ক কমিটির সভাপতি জগদিশ সেওহানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, সেই ঐতিহাসিক মুহুর্ত উদযাপন করার জন্য নিউ ইয়র্কে সব ব্যবস্থাপনা গ্রহণ করা হয়ছে।
টাইমস স্কোয়ারের ১৭ হাজার বর্গফুটের এলইডি ডিসপ্লেতে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত "জয় শ্রী রাম" লেখা ও রামের ছবি ও ভিডিয়ো প্রদর্শিত হবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবিও দেখানো হবে টাইমস স্কোয়ারের স্ক্রিনগুলি জুড়ে।

সেহওয়ানি এ-ও জানিয়েছেন, বিশ্বের অন্যতম এই আকর্ষিত পর্যটন স্থানে সেদিন প্রবাসী ভারতীয়রা জড় হবেন এবং মিষ্টিমুখ করে পালন করবেন। "এটা জীবদ্দশায় একবার কিংবা শতাব্দীতে একবার নয়। এটা এমন একটা অনুষ্ঠানে যা মানবকূলের কাছে আর আসবে না।" একথা বলে জগদিশ জানিয়েছেন টাইমস স্কোয়ারই  সবচেয়ে ভাল স্থান রাম জন্মভূমি শিলান্যাসের স্মৃতিরক্ষা করার।


হাসপাতালে ভর্তি করা হলো সোনিয়া গান্ধীকে

হাসপাতালে ভর্তি করা হল সোনিয়া গান্ধীকে। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

বৃহস্পতিবার হাসপাতালে বুলেটিনে একথা জানানো হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান ড. ডিএস রানা জানিয়েছেন, ‘কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে এদিন সন্ধে ৭ টা নাগাদ দ্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। রুটিন টেস্টের জন্য ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।’

হেল্থ বুলেটিনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী ড. অনুপ কুমার বসু-র অধীনে চিকিৎসাধীন। ওই চিকিৎসক শ্বাসকষ্ট জনিত সমস্যার বিশেষজ্ঞ বলে জানা গিয়েছে।

বর্তমানে তিনি কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। অসুস্থতার কারণে ২০১৭ সালে ওই পদ ছেড়ে দেন তিনি। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তাঁর ছেলে রাহুল গান্ধীও পদ ছাড়েন। এরপরই সভাপতি পদের দায়িত্ব নিতে হয়েছে সোনিয়া গান্ধীকে।
বৃহস্পতিবারও দলের রাজ্যসভা সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন সোনিয়া গান্ধী। অনলাইনে সেই বৈঠক হয়। ছিলেন মনমোহন সিং, প্রাক্তন মন্ত্রী একে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, মল্লিকার্জুন খাড়গে, অম্বিকা সোনি, পি চিদম্বরম, জয়রাম রমেশ প্রমুখ।

ভারতীয় অর্থনীতিতে সমস্যা, দুর্নীতি মামলায় জেলের সাজা জয়া জেটলির


২০০১ সাল। তুমুল আলোড়ন ফেলে ফাঁস হয়েছিল রাজনীতিকদের ঘুষ নেওয়ার ফুটেজ। তখনও ‘স্টিং অপারেশন’ পরিচিত শব্দের ঝুড়িতে তেমন জায়গা করে নিতে পারেনি। কিন্তু ভারতীয় রাজনীতির এক অন্যতম কালো অধ্যায় বেনকাব করেছিল এমনই এক অপারেশন। প্রতিরক্ষা ক্ষেত্রে এক বড়সড় দুর্নীতির প্রমাণ ক্যামেরাবন্দি করেছিলেন ‘নারদ’ খ্যাত ম্যাথু স্যামুয়েল। সেই প্রতিরক্ষা দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সমতা পার্টির প্রাক্তন প্রধান জয়া জেটলিকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সমতা পার্টির আরও এক নেতা গোপাল পাচেরওয়াল ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এসপি মুরগাইকেও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিন, প্রতিরক্ষা সরঞ্জাম (thermal imagers) কেনায় দুর্নীতি ও অপরাধিক ষড়যন্ত্রের অভিযোগে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ জর্জ ফার্নান্ডেজের ঘনিষ্ট জয়া জেটলি-সহ তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে আদালত। সাজার পাশাপাশি তাদের ১ লক্ষ টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। ভারচুয়াল শুনানিতে দোষীদের আজই আত্মসমর্পণ করা আদেশ দিয়েছেন বিচারক বীরেন্দ্র ভাট। উল্লেখ্য, প্রায় দু’দশক আগে তেহেলকা ডট কম নিউজ পোর্টালের তরফে করা হয়েছিল ‘অপারেশন ওয়েস্টেন্ড।’ ২০০১ সালের জানুয়ারি মাসে গোপন ক্যামেরা নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর ঘনিষ্ঠদের অন্দরমহলে পৌঁছে গিয়েছিলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। সেই ফুটেজেই জয়া জেটলিকে টাকা নিতে দেখা গিয়েছিল। মেজর জেনারেল মুরগাইকে দেখা গিয়েছিল ২০ হাজার টাকা নিতে। চুক্তি ছিল টাকার বিনিময়ে প্রতিরক্ষামন্ত্রক যে thermal imagers কিনবে তার বরাত যিনি টাকা দিচ্ছেন তাঁর কোম্পানিকে দিতে হবে। পুরোটাই ছিল সাজানো। দুর্নীতি ধরার ফাঁদ।
উল্লেখ্য, নেহেরু আমলের জিপ কেলেঙ্কারি থেকে শুরু করে প্রথম এনডিএ সরকারের আমলে কফিন দুর্নীতি। ভারতের ইতিহাসে আর্থিক দুর্নীতির অন্যতম বড় জায়গা হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্র। অগস্টা ওয়েস্টল্যান্ড চোপার কেলেঙ্কারিতে সোনিয়া গান্ধীর নাম জড়ানোও নতুন কিছু নয়। তবে কোনও দুর্নীতি মামলার সুরাহা হয়ে সাজা ঘোষণার ঘটনা এদেশে বড় একটা চোখে পড়ে না। জয়া জেটলির ক্ষেত্রে আদালতের রায় তাই এদেশের রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত হয়ে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নবান্নের গাইডলাইন, আনলক 3 তে কোন ক্ষেত্রে ছাড় আর কোন ক্ষেত্রে ছাড় নেই

করোনা সংক্রমণ রুখতে জারি করা হয়েছিল লকডাউন (Lockdown)। তবে তার প্রভাব পড়েছিল অর্থনীতিতে। তাই আনলক পর্বে মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই আনলক ১ শেষ হয়ে গিয়েছে। আনলক ২-ও শেষের পথে। মাসপয়লায় শুরু হবে আনলক ৩। ইতিমধ্যেই কেন্দ্র গাইডলাইন প্রকাশ করেছে। আগস্টের শুরু থেকে কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড় আর কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে না, বৃহস্পতিবার সে সম্পর্কিত নির্দেশিকা জারি করল নবান্ন।


 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে। এবার চলুন একনজরে দেখে নেওয়া যাক আনলক ৩-তে রাজ্যে কোন কোন ক্ষেত্রে মিলবে না ছাড়।

১. স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কলেজ-সহ যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 
২. বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, পানশালা, অডিটোরিয়াম। 
৩. যেকোনও রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, বিনোদনমূলক, শিক্ষামূলক জমায়েত করা যাবে না।

কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ৫ আগস্ট থেকে খুলবে যোগা সেন্টার এবং জিম। তবে কনটেনমেন্ট জোনের ভিতর যোগা সেন্টার কিংবা জিম খোলা যাবে না।

এছাড়াও সংক্রমণের চেন ভাঙতে সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে। চলতি মাসে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৯ এবং ৩১ আগস্ট সম্পূর্ণ লকডাউন রাজ্যে। ওই দিনগুলিতে দোকান, বাজার, অফিস সবই বন্ধ থাকবে। তবে দেখে নিন কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়।
১. যেকোনও রকমের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সংযুক্ত কাজকর্মে কোনও বাধা থাকবে না। 
২. খোলা থাকবে ওষুধের দোকানয
৩. আইন সংক্রান্ত, দমকলের মতো জরুরি পরিষেবা মিলবে।
৪. বিদ্যুৎ, জলের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রেও কোনও বাধানিষেধ নেই।
৫. শিল্পক্ষেত্রে ইন-হাউস কর্মীদের নিয়ে কাজ চলতে পারে।
৬. কৃষিক্ষেত্রে, চা বাগানে কাজ হতে পারে।
৭. আন্তঃরাজ্য জিনিসপত্র পরিবহণে ছাড়।
৮. আরবিআই-এর বিধি অনুযায়ী ই-কমার্সের কাজ চলবে।
৯. সংবাদমাধ্যমের ক্ষেত্রে মিলবে ছাড়। 
১০. রান্না করা খাবার হোম ডেলিভারি করা যাবে।

এছাড়াও নবান্নের তরফে জানানো হয়েছে, জেলাশাসক কোনও জায়গার করোনা পরিস্থিতি অনুযায়ী বিধিনিষেধ কঠোর করতে পারেন। রাস্তায় বেরলে অবশ্যই পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ব বিধিও।

দেব যাদবপুরে Covid -19 রোগীর জন্য হাসপাতালের বেড এর ব্যবস্থা করলেন

জম্মু থেকে অভিবাসী শ্রমিকদের ফিরিয়ে আনতে, রাশিয়ার শিক্ষার্থীরা এবং দুবাই থেকে দুবাই থেকে কয়েকজন ভারতীয়কে মহাবিদ্যালয়ের বেলঘরিয়ার বাসিন্দা অমল ভৌমিকের কাছে পৌঁছে দেওয়া, যিনি জীবিকা নির্বাহের জন্য নিজের ক্রাচের সাহায্যে মুখোশ বিক্রি করেন, বাঙালি সুপারস্টার  তত্ত্বাবধায়ক-তৃণমূল কংগ্রেস ঘাটালের এমপি দেব অবশ্যই ভাল সামেরিটানের উদাহরণ স্থাপন করছেন যা সকলেই বিশেষত পরীক্ষার সময়ে কথা বলছেন।  
এবং এখন, পশ্চিমবঙ্গ যখন বেসরকারী ও সরকারী উভয় হাসপাতালের সিওভিআইডি -১৯ হাসপাতালে ক্রমবর্ধমান সংখ্যক করোন ভাইরাস কেস এবং বিছানার অভাব নিয়ে লড়াই করছে, তখন দেব আরও একবার “সত্যিকারের নায়ক” হিসাবে এগিয়ে এসেছেন।

 যাদবপুরের শ্যাম্পলির বাসিন্দা, মালয় দাস, সম্প্রতি COVID-19 এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন।  তিনি বাড়িতে ছিলেন তবে তার অবস্থার অবনতি ঘটে।  তিনি জানতে পেরেছিলেন যে কেপিসিতে বিছানার উপলব্ধতা রয়েছে, রাজ্যের একটি সিওভিড -১৯ প্রতিষ্ঠিত হাসপাতাল।  তবে তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে রাজ্যের স্বাস্থ্য বিভাগ যদি ফোন করে তবে কেবল তারা রোগীকে ভর্তি করতে সক্ষম হবেন।  একজন সাংবাদিক রোগীর সমস্ত বিবরণ টুইটারে পোস্ট করেছেন।  দেব তত্ক্ষণাত্ টুইটটি লক্ষ্য করেছেন এবং তাঁর দলটিকে রোগীর পরিবারের সাথে যোগাযোগ করতে বলেছিলেন।

 শীঘ্রই রোগীর পরিবার স্বাস্থ্য বিভাগ থেকে একটি কল পেয়েছিল এবং একটি COVID-19 মনোনীত অ্যাম্বুলেন্স দাসকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসে।  সমস্ত ধন্যবাদ দেবকে।

 পরে, অ্যামাজন ওহিজন সুপারস্টার টুইটারে নিয়ে যান, প্রত্যেককে যে কোনও সামর্থ্য এবং এই সময়ে প্রয়োজন অনুযায়ী প্রত্যেককে সহায়তা করার জন্য আবেদন করেছিলেন।  “দিন শেষে, আমরা সকলেই একসাথে এইগুলিতে রয়েছি।  🙏🏻 আমি প্রত্যেককে অনুরোধ করছি এই সময়ের মধ্যে যে কোনও প্রয়োজনবোধে সহায়তা করার জন্য, এটি যে কোনও সামর্থ্যেই হোক।  সাহায্য করুন.  আজ রাস্তায় রেখে যাওয়া একজন কভিড রোগী আপনার নিজের আগামীকাল হতে পারে।  সুতরাং সাহায্য করুন।  দয়া করে, "দেব টুইট করেছেন।

 আসলে, যখন কৌসিকি বিশ্বাসের একজন ব্যবহারকারী দেবকে কিছু দিন আগে টুইটারে জিজ্ঞাসা করেছিলেন যে কোনও করোনভাইরাস রোগী যদি কোনও হাসপাতালে ভর্তি হতে ব্যর্থ হয় এবং তার কাছে সাহায্যের জন্য আসে, তবে সে কি এগিয়ে আসবে?  এর প্রতি, অভিনেতা-রাজনীতিবিদ তাত্ক্ষণিকভাবে উত্তর দিয়েছিলেন যে তিনি চেষ্টা করবেন।  মহামারী চলাকালীন ঘাটাল টিএমসির সংসদ সদস্য আসল নায়ক হিসাবে এগিয়ে এসেছেন।  বারবার, তিনি আমাদের জানিয়েছিলেন যে কীভাবে তিনি এমন এক সময়ে যখন পুরো বিশ্ব এক কঠিন পর্যায় অতিক্রম করছে তখন সম্ভব হলে অভাবীদের কাছে পৌঁছাতে চান।

আর দশ দিনের মধ্যে বাজারে আসছে প্রথম করোনার টিকা

সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ এখন করোনার কবলে। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১ কোটি ৭১ লক্ষ ৮৮ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৭০ হাজার ২০৭ জনের। ভারতেও করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। প্রতিদিনই ৪৭-৪৮ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। এই পরিস্থিতিতে বড় খবর শোনালেন রুশ বিজ্ঞানীরা।

রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি (Gamalei Institute of Epidemiology and Microbiology) তৈরি করেছে এই প্রতিষেধক। মঙ্গলবার রুশ সংবাদ মাধ্যম জানায়, আগামী ১০ থেকে ১২ অগাস্টের মধ্যেই বাজারে চলে আসবে বিশ্বের প্রথম করোনার প্রতিষেধক। ইতিমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া! রবিবার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির (Sechenov First Moscow State Medical University) বিজ্ঞানীরা তাঁদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান।
এর আগেই প্রতিষেধক প্রস্তুতকারী রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি (Gamalei Institute of Epidemiology and Microbiology)-এর ডিরেক্টর আলেকজান্ডার গিনস্টবার্গ (Alexander Gintsburg) সে দেশের সংবাদ মাধ্যমকে জানান, ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যেই এই প্রতিষেধক বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সংস্থা। এ বার এই মন্তব্যকে সরকারি সিদ্ধান্তের শিলমোহর দিলেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো (Mikhail Murashko)। মুরশকো জানান, অগাস্টেই মিলবে করোনার টিকা!

গত সপ্তাহে রুশ স্বাস্থ্যমন্ত্রী জানান, সামনের মাসেই বাজারে টিকা ছাড়ার আদেশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। দ্রত গতিতে চলছে টিকা উৎপাদনের কাজ। এ বছরের মধ্যেই সাড়ে ৪ কোটিরও বেশি পরিমাণ প্রতিষেধকের ডোজ তৈরি করতে পারবে রাশিয়া। তবে প্রতিষেধক উৎপাদনের পাশাপাশি চলবে এটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালও। মিখাইল মুরশকো জানান, ৩ অগাস্ট থেকে রাশিয়া, সৌদি আরব ও আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে রুশ বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। অর্থাৎ, প্রতিষেধকের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এটিকে দ্রুত বাজারে ছাড়ার ক্ষেত্রেও জোর দিচ্ছে রাশিয়া।

আনলক 3 তে রাতে বাইরে বেরোতে পারবেন, আর কি কি দেখে নিন বিস্তারিত

দেশের করোনা আক্রান্তের ১৫ লাখ ছাড়িছে। এখনও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। 

মহারাষ্ট্রের মতো রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এর মধ্যে দেশের অর্থনীতিকে চালু রাখার লক্ষ্যে আনলকের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। বুধবার  আনলক ৩.০ এর নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে খুব বেশি ছাড় দেওয়া হয়নি এবার।


কী রয়েছে আনলক ৩.০ বিজ্ঞপ্তিতে

# রাতের কার্ফু থাকছে না। ফলে রাতে চলাচল করতে পারবেন সাধারণ মানুষ।

# যোগ প্রশিক্ষণ কেন্দ্র ও জিম খোলা যাবে ৫ অগাস্ট থেকে।

# কনটেনমেন্ট জোনে ৩১ অগাস্ট পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ থাকবে।

# ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার বন্ধ থাকবে।

# বন্ধ থাকবে মেট্রো রেল, সিনেমা হল, বার, অডিটোরিয়াম, সুইমিং পুল, বিনোদন পার্ক।
 
# সামাজিক, রাজনৈতিক, বিনোদনমূলক, শিক্ষামূলক, ধর্মীয় কোনও জমায়েত করা যাবে না।

# দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ওইসব ক্ষেত্রে কবে বিধিনিষেধ উঠবে তা পরে ঘোষণা করা হবে।

# বন্দে ভারত মিশনে আংশিকভাবে আন্তর্জাতিক উড়ান চালু করা হয়েছে।  পরে তা ধাপে ধাপে বাড়ানো হবে।

# দশ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছরের বেশি বয়স্ক, গর্ভবতী মহিলা, ব্লাড সুগার, হার্টের রোগীদের ঘরেই থাকতে হবে।

চলে গেলেন সোমেন মিত্র

চলে গেলেন সোমেন মিত্র। অসুস্থ অবস্থায় গত কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার সেখানে ফোন করে সোমেনবাবুর স্বাস্থ্যের খোঁজও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমেনবাবুর পরিবার সূত্রে জানানো হয়, আর তাঁর ডায়ালিসিসের কথা ভাবা হচ্ছে না। ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা নজরে রাখা হচ্ছে। পরিস্থিতি ঠিক থাকলে দু-এক দিনের মধ্যে সোমেনবাবুর পুরনো পেসমেকার বদলানোর কথা বলা হয়েছিল।

ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয় তাঁকে। গত বুধবার তাঁর ডায়ালিসিস করা হয়। শরীরের অতিরিক্ত জল বের করে দেওয়া হয়। প্রায় দেড় লিটারের মত জল বেরিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ডায়ালিসিস হওয়ায় শরীরে দুর্বলতা ছিল।

প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়, সোমেনবাবুর কৃত্রিম হৃদযন্ত্র বসানোর কথা রয়েছে। পুত্র রোহন মিত্র সংবাদমাধ্যমের কাছে সোমেন মিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে অহেতুক বিভ্রান্তিকর খবর পরিবেশন না করার আবেদনও জানিয়েছিলেন।
গত সপ্তাহে রাতে সামান্য জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেলভিউ-তে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট বাড়ায় তাঁকে আইসিইউ –তে স্থানান্তরিত করা হয়। তাঁর কোভিড টেস্টও হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসে।

আগামী ৪৮ ঘণ্টায় বড়সড় দুর্যোগের সম্ভাবনা, বন্ধ হতে পারে বিদ্যুৎ পরিষেবা

দিল্লির মৌসম ভবনের তরফে জানানো হচ্ছে আগামী দুদিন দিল্লি সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা দিল্লি এনসিআরে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এই প্রবল বৃষ্টির ফলে দিল্লি এনসিআরে বহু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া প্রবল বৃষ্টির জন্য যানবাহন পরিষেবা থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে। এরম আশঙ্কা করেই মৌসুমী ভবন প্রশাসনকে সতর্কবার্তা দিয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি শুরু করেছে।

মৌসুমী অক্ষরেখা আপাতত হিমালয়ের পাদদেশে আছে, এমনটাই জানিয়েছে মৌসুমী ভবন। আগামীকাল এই মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ থেকে সরে দিল্লির এনসিআরের কাছে পৌঁছাবে। এর পাশাপাশি হরিয়ানা, দিল্লি এনসিআর, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব রাজস্থানে ঢুকবে বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে আগত প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বাতাস। যার জেরেই দিল্লি সহ আশপাশের এলাকাগুলোতে আগামী ৪৮ ঘণ্টা ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আগামী কদিন ভারী বৃষ্টিপাত চলবে। এই পাঁচটি জেলা হল- দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং। এছাড়া উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে অসম, মেঘালয় , সিকিমে।

উত্তরবঙ্গে বৃষ্টির কথা কথা বললেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস। এদিকে তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। কদিন ছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিললেও গরমের দাপট কমছে। বরং বাড়ছে। তাই অস্বস্তিতে ভুগতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকে।

চিনা চিকিৎসক বললেন যে চিন করোনা ভাইরাসের সব প্রমান নষ্ট করে ফেলেছে

করোনাভাইরাস ছড়িয়েছে চিন, বার বার এমন অভিযোগে সরব হয়েছে আমেরিকা। তবে বার বারই সেই অভিযোগ অস্বিকার করেছে চিন। তবে এ বার চিনের বিরুদ্ধে করোনার তথ্য, প্রমাণ নষ্ট করে দেওয়ার গুরুতর অভিযোগে সরব হলেন সে দেশেরই এক চিকিৎসক!

হংকংয়ের চিকিৎসক, মাইক্রোবায়োলজিস্ট কোক ইয়ুং ইউয়েনের (Kwok-Yong Yuen) দাবি, উহানের বন্য প্রাণীর বাজার থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য রাতারাতি লোপাট করে দিয়েছে চিন। অথচ এই বাজারকেই করোনাভাইরাসের প্রাথমিক উৎসস্থল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
কোক ইয়ুং ইউয়েনের দাবি, উহান প্রদেশে সে সময় যা কিছু ঘটেছিল, সে সব তথ্য, প্রমাণ একেবারে ধামাচাপা দিতে চাইছে প্রশাসন। ওখানকার স্থানীয় সরকারি আধিকারিকদেরও সে ভাবে কিছুই বলতে দেওয়া হচ্ছে না।
কোক ইয়ুং ইউয়েনের আগে হংকংয়ের (Hong Kong) ভাইরাস বিশেষজ্ঞ ডঃ লি মেং ইয়ান (Dr. Li-Meng Yan) চিনা সরকারের বিরুদ্ধে করোনার তথ্য গোপনের গুরুতর অভিযোগে সরব হন। তাঁর অভিযোগ, অনেক আগে থেকেই করোনা সম্পর্কে জানত চিনের সরকার। কিন্তু ইচ্ছে করেই তা প্রকাশ্যে আনেনি তাঁরা।
হংকংয়ের (Hong Kong) ভাইরাস বিশেষজ্ঞ ডঃ লি মেং ইয়ান জানান, ৩১ ডিসেম্বর তিনি জানতে পারেন যে, করোনা মানুষের থেকেই ছড়ায়। তাঁর অভিযোগ, শুধু চিনা সরকারই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ভাইরাস বিশেষজ্ঞ মালিক পেইরিসও (Malik Peiris) করোনার ভয়াবহতার বিষয়ে আগে থেকেই জানতেন। কিন্তু সব জেনেও মুখ বন্ধ রাখেন তিনিও।

দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, উঠে যাচ্ছে দশম-দ্বাদশ বোর্ডের পরীক্ষা, চালু ৫+৩+৩+৪ ব্যবস্থা

দেশের শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদল আনছে কেন্দ্রীয় সরকার। নতুন এই শিক্ষা নীতিতে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদল করে করা হল শিক্ষা মন্ত্রক।

কী রয়েছে ওই নতুন শিক্ষা ব্যবস্থায়!

কেন্দ্রের পরিকল্পনা হল, দশম ও দ্বাদশ শ্রণিতে আর নতুন করে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে না। তার পরিবর্তে আনা হচ্ছে ৫+৩+৩+৪ পদ্ধতি। এখানে প্রাথমিককেও আনা হচ্ছে স্কুলের আওতায়। ক্লাস ওয়ান ও ক্লাস টু-কে রাখা হচ্ছে প্রি-প্রাইমারির মধ্যে। এটিকে বলা হচ্ছে ফাউন্ডেশন কোর্স।

নতুন ব্যবস্থায় নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি স্টেজ করা হচ্ছে। এটিকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। ফলে ওই স্টেজ চালু হলে এখনকার মতো আর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা হবে না।

নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৪ বছরের মধ্যে ৪০টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে কিছু পরীক্ষা নেবে বোর্ড। বাকি নেবে স্কুল।

এই চার বছরের কোর্স হবে মাল্টি ডিসিপ্লিনারি। অর্থাত্ পড়ুয়ারা তাদের পছন্দের বিষয় বেছে নিতে পারবে। তবে দেখতে হবে ওই কম্বিনেশন পরবর্তিতে উচ্চশিক্ষায় যেন অসুবিধার কারণ না হয়। 

এদিকে, উচ্চশিক্ষায় যারা গবেষণা করবে তাদের ৪ বছরের কোর্স হবে। এমফিল করতে হবে না। স্নাতক স্তরে প্রতি বছরের পর সার্টিফিকেট দেওয়া হবে। দ্বিতীয় বছরের পর দেওয়া হবে ডিপ্লোমা। তৃতীয় ও চতুর্থ বছরের পর দেওয়া হবে স্নাতক সার্টিফিকেট।

বিজেপি সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার। এনিয়ে একটি কমিটি গঠিত হয়। সেই কমিটির নেতৃত্বে ছিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরিরঙ্গন। গত বছর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিওয়ালের কাছে ওই প্রস্তাব জমা দেয় কমিটি। সেই খসড়া প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে বলে জানিয়েছে পোখরিওয়াল।

১লা আগস্ট থেকে বদলে যাচ্ছে নিয়ম, আপনার টাকার ওপরে প্রভাব পড়বে

১ অগাস্ট থেকে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে৷ এর জেরে কিছু জিনিস যেমন সস্তা হবে তেমনিই কিছু জিনিসের দামও বাড়তে চলেছে৷ এই বদলের মধ্যে রয়েছে ব্যাঙ্ক লোন, অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স, Auto insurance, Insurance, প্রধানমন্ত্রী কৃষি যোজনা সবকিছুই রয়েছে৷ তাই সবদিক জানা না থাকলে গ্রাহকরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন৷
সস্তা হতে চলেছে গাড়ি ও বাইক কেনামোটর ভেহিক্যাল insurance-র ক্ষেত্রে অগাস্টের এক তারিখ থেকে আসছে বদল৷ এর জেরে আগামী মাস থেকে গাড়ি বা বাইক কেনার সময় দাম খানিকটা সস্তা হেবে গ্রাহকদের৷ এই করোনা কালে যাতে কোটি কোটি মানুষ লাভবান হতে চলেছেন৷ লোকে যখন গাড়ি কেনে তখন লোন টার্ম প্যাকেজ পলিসির যখন যানবাহনের দামটা বেড়ে যায়৷ IRDAI জানিয়েছে Motor Third Party and Own Damage Insurances নিয়মে বদল আসছে অগাস্টের ১ তারিখ থেকে৷ এরফলে গ্রাহকদের ৩ বা ৫ বছরের জন্য insurance-করাতে বাধ্য হতে হবে না৷
মিনিমাম ব্যালান্সের নিয়মে বদলেবেশ কয়েকটি ব্যাঙ্ক নিজেদের নগদের পরিমাণে ভারসাম্য রাখতে ও ডিজিটাল ট্রানজাকশান বাড়ানোর লক্ষ্যে ১ অগাস্ট থেকে নূন্যতম ব্যালান্সের ওপর চার্জ লাগানোর ঘোষণা করেছে৷ তিনটি ফ্রি লেনদেনের পর যা ট্রানজাকশন হবে তা চার্জেবেল হবে৷ Bank of Maharashtra, Axis Bank,Kotak Mahindra Bank,RBL Bank ইতিমধ্যেই জানিয়েছে এই চার্জের কথা৷ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে যারা শহরের অ্যাকাউন্ট হোল্ডার তাদের অন্তত ২০০০ টাকা অ্যাকাউন্টে রাখতে হবে৷ এর আগে এটা ১৫০০ টাকা ছিল৷ এই ব্যালান্স না রাখলে শহরে ৭৫ টাকা, মফস্বল এলাকায় ৭৫ টাকা ও গ্রামীণ এলাকায় ২০ টাকা করে অতিরিক্ত কাটা হবে৷
১০ কোটি কৃষক আসবেন পিএম কিষাণ স্কিমেমোদি সরকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের জন্য বিশেষ প্রকল্প রেখেছ যার নাম PM-Kisan স্কিম৷ এতে নাম লেখানো কৃষকদের পঞ্চম কিস্তি পেয়ে গেছে৷ এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০০ টাকা করে প্রতি কৃষকের অ্যাকাউন্টে টাকা দেবেন৷ ১ এপ্রিল ২০২০ থেকে এই টাকা দেওয়ার কথা৷ এখনও অবধি দেশে ৯.৮৫ কোটি কৃষক লাভবান হয়েছেন৷
আরবিএল ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে নিয়ম বদলRBI সদ্যই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হারে পরিবর্তন করেছে৷ ১ অগাস্ট থেকে বদলে যাবে সুদের হার৷ এক লক্ষ টাকা অবধি সেভিংসে এবার থেকে বাৎসরিক ৪.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে৷ অন্যদিকে ১-১০ লক্ষ টাকা অবধি ৬ শতাংশ সুদ পাওয়া যাবে৷ আর ১০ লক্ষ থেকে ৫ কোটি টাকা অবধি সুদের হার হবে ৬.৭৫ শতাংশ৷ ডেবিট কার্ড ক্ষতিগ্রস্ত হলে তার জন্য ২০০ টাকা ও আর টাইটেনিয়াম ডেবিট কার্ডের জন্য দিতে হবে ২৫০ টাকা৷ গ্রাহকরা মাসে ৫ বার ফ্রি ট্রানজাকশন করে ক্যাশ তুলতে পারবেন৷
ই কমার্স কোম্পানিদের ক্ষেত্রেও বিশেষ নিয়ম চালু হবে৷ যেখানে তারা যে পণ্য বিক্রি করছে তা কোথায় তৈরি তা জানাতে হবে৷ অর্থাৎ ম্যানুফাকচারিং কান্ট্রির নাম বলতে হবে৷ ইতিমধ্যেই মিন্ত্রা, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল এই তথ্য দেওয়া শুরু করে দিয়েছে৷ এখন থেকে এই সব প্ল্যাটফর্মে স্থানীয় প্রডাক্ট বেশি প্রমোট করার নির্দেশ দেওয়া হয়েছে৷

মৃত্যুর আগে করোনা রোগী অভিযোগ করলেন "শ্বাস নিতে পারছিনা, জল দিচ্ছেনা ওরা "

 হায়দরাবাদের পরে এবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। আবারও  মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তোলা কোভিড রোগীর ভিডিও ছড়াল ইন্টারনেটে। যন্ত্রণায় ছটফট করছেন রোগী। সাহায্য চাইছেন। এমন মর্মান্তিক ভিডিও ঘিরে ফের তোলপাড় শুরু হয়েছে। “শ্বাস নিতে পারছি না আমি। জল তেষ্টায় গলা-বুক শুকিয়ে যাচ্ছে। এখানে জলের কোনও ব্যবস্থাই নেই। আমাকে অন্য কোথাও নিয়ে যান”, একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে হাসপাতালের বেডে শোওয়া এক কোভিড (Covid-19) রোগীর ভিডিও ভাইরাল হয়েছে।


প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনা ঝাঁসি মেডিক্যাল কলেজের। ৫২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। সেখানে দেখা গিয়েছিল, হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন একজন রোগী। জানাচ্ছেন, তিনি করোনা আক্রান্ত। কিন্তু তাঁর সঠিক চিকিৎসা হয়নি হাসপাতালে। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে জল চেয়েও পাচ্ছেন না তিনি। হাসপাতালের অব্যবস্থার দিকেও আঙুল তুলেছেন ওই রোগী।

ওই ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয় রোগীর। ঠিক কোন সময় ভিডিও তোলা হয়েছিল, কে বা কারা ভিডিওটি তুলেছিলেন এবং তার কতক্ষণ পরে ওই কোভিড রোগীর মৃত্যু হয়, এই ব্যাপারে সঠিক খবর এখনও জানা যায়নি। এদিকে, ঝাঁসির চিফ মেডিক্যাল অফিসার জিকে নিগম বলেছেন, “ওই ব্যক্তি দিনকয়েক আগে হাসপাতালে ভরতি হয়েছিলেন। করোনা সংক্রমণ ধরা পড়েছিল। শারীরিক অবস্থা খারাপের দিকেই ছিল। ব্যক্তির স্ত্রী এবং মেয়েও কোভিড পজিটিভ। তাঁদের চিকিৎসা চলছে ঝাঁসিরই অন্য একটি হাসপাতালে।” তবে এই ভিডিওর ব্যাপারে তিনি কিছু জানাতে চাননি।

মোটরবাইক চালানোর নতুন ৭ টি নিয়ম। না মানলে জরিমানা দেওয়ার জন্য তৈরি থাকুন।

মোটর বাইক চালাতে মানতে হবে ৭ টি নতুন নিয়ম; না মানলেই জরিমানা গুণতে হবে – আইন ভেঙে বেপরোয়া মোটরবাইক চালানোয় দেশে প্রতিদিন বাড়ছে আহত ও প্রাণহানির সংখ্যা। সবচেয়ে বেশি তরুণ প্রজন্মের মধ্যে বেপরোয়া মোটরবাইক চালানোর মনোভাব বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার সংখ্যা। পুলিশ এই বেপরোয়া মোটরবাইক চালানোর রাশ টানলেও সবসময় সম্ভব হচ্ছে না তা নিয়ন্ত্রণ করতে। পুরনো আইনের ফাঁক গলিয়ে অনেকেই বেরিয়ে যাচ্ছে। তা রুখতে এবার ২০২০ দুই চাকার উইস পলিসি আইন আনল কেন্দ্রিয় সরকার।যেখানে আগের অনেক আইন সংশোধন ও পরিমার্জন করে আপডেট করা হয়েছে।


১) মা’দক সেবন অবস্থায় গাড়ি চালালে : মা’দক সেবন করে মোটরবাইক চালানোর ক্ষেত্রে আগে ফাইন ছিল ২,০০০ টাকা। বর্তমান আইনে সেটা ২০,০০০ টাকা বাড়ানো হলো। সেই সঙ্গে মা’দক সেবন অবস্থায় দুর্ঘটনা ঘটলে গাড়ির ইন্স্যুরেন্সের দাবিগুলি বাতিল হয়ে যাবে।

২) মোটরবাইক চালানো অবস্থায় ফোনে কথা বললে : মোটরবাইক চালানো অবস্থায় ফোনে কথা বলা খুবই বিপজ্জনক। অধিকাংশ দুর্ঘটনার পিছনে আছে গাড়ি চালানো অবস্থায় ফোনে কথা বলা। তবে হামেশাই এই ভুল করতে দেখা যায় বাইক আরোহীদের। এবার থেকে এই অপরাধে ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি বাতিল হবে মোটর ইন্স্যুরেন্সের সুবিধাগুলি।

৩) ওভার স্পিডিং বা বিপজ্জনক ভাবে চালালে : ওভার স্পিডিং (খুব জোরে চালালে) করার জন্য মোটরবাইক আরোহীর সাথে পথচারীরাও দুর্ঘটনার কবলে পড়েন। এবার থেকে এই আইন ভাঙলে ফাইন হবে ২০০০ টাকা। এবং ওভার স্পিডিং কারণজনিত কেও আহত হলে, ইন্স্যুরেন্স প্রোভাইডার বাতিল করতে পারবে। তৃতীয় ব্যক্তির ইন্স্যুরেন্স কভারের সুযোগ সুবিধা।

৪) ট্রাফিক সিগন্যাল ভাঙলে : প্রয়োজনে অথবা বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর কারণে অনেকেই ট্রাফিক সিগন্যাল ভাঙেন। এতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ অকারণে আহত বা মারা যান। এবার থেকে এই বেপরোয়ায় গাড়ি চালানোতে রাশ টানতে জরিমানা বা ফাইন লাগবে ১০০০ টাকা। তারসাথে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। এছাড়াও, বাইক আরোহীর ইন্স্যুরেন্স কোম্পানি লিখিত ভাবে বাইক আরোহীকে নিয়মভঙ্গকারী চালক হিসাবে চিহ্নিত করে রাখবে এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম রেট বাড়িয়ে দিতে পারবে।

৫) হেলমেট ব্যবহার না করলে : হেলমেট ব্যবহার না করলে মোটরবাইক আরোহীকে ১০০০ টাকা ফাইন দিতে হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্সের সুযোগগুলি দিতে বাধ্য থাকবে না।

৬) ইন্স্যুরেন্সের না থাকলে : থার্ড পার্টি ভ্যালিড ইন্স্যুরেন্সের কভার থাকতে হবে। ভ্যালিড বাইক ইন্স্যুরেন্সের পলিসি ছাড়া মোটরবাইক চালালে ফাইন দিতে হবে ২০০০ টাকা। যদি আরোহী দুর্ঘটনার কবলে পড়েন তাহলে মোটর ইন্স্যুরেন্সের ক্লেম রাইজ করতে পারবে না।

৭) দুইজনের বেশি আরোহী চাপালে : দুইজনের বেশি আরোহী চাপালে ফাইন দিতে হবে ২,০০০ টাকা। ইন্স্যুরেন্সের কোম্পানি এক্ষেত্রে ইন্স্যুরেন্সের দাবিগুলি নাকচ করতে পারবে। আপডেট করা এই এই নতুন মোটরবাইক আইন মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে বাইক আরোহীদের সেভ লাইভ, সেভ ড্রাইভ মেনে চলার আবেদন করা হয়েছে।

বিয়ের পরের মুহূর্তেই বর এবং বউ থানায় গেলেন, হকচকিয়ে গেলেন পুলিশ

হাওড়ায় আজব ঘটনা। বিয়ের সাত পাক শেষ হতেই সোজা থানায় বর বউ। নবদম্পতিকে থানায় আসতে দেখে হতবাক হয়ে যায় পুলিশকর্মীরাও। সকলেই ভাবতে থাকেন, কী এমন হল যাতে মণ্ডপ থেকে উঠে সোজা থানায় যেতে হয় বর কনেকে।

থানার ডিউটি অফিসারও বর বউকে দেখে অবাক হয়ে যান। দম্পতিকে থানায় দেখে পুলিশ সদস্যরাও ভিড় জমাতে শুরু করেন। প্রত্যেকেই ভাবছিলেন বিয়ে শেষ না হতেই কী এমন কাণ্ড ঘটল যাতে থানায় হাজির হতে হয় বর বউকে।

থানায় পৌঁছানোর পরে বর-কনে জানায় তাঁরা দুজনেই এখানে পুলিশকর্তার আশীর্বাদ নিতে এসেছেন। নব দম্পতি জানিয়েছেন, এই দুর্যোগের মুহুর্তে পুলিশ যেভাবে মানুষকে সহায়তা করছে, তাতে তাঁরা অভিনন্দনের দাবিদার। পুরো সমাজ এই মুহূর্তে পুলিশ বিভাগকে নিয়ে গর্বিত। আর সেই কারণেই তাঁরা বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে করোনা ওয়ারিয়রদের আশীর্বাদ নিতে এসেছেন।
বর-কনের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পুলিশ কর্তা। বাগনান থানার হিজলাক গ্রামে এই ঘটনা ঘটেছে। রবিবার রাতে বিয়ে হয় অনিশ ও সংগীতার। এই বিবাহে সামাজিক দূরত্ব কঠোর ভাবে মেনে চলা হয়। খুব কম লোকই এই বিয়েতে অংশ নিয়েছিল। প্রত্যেকেরই মুখে সারাক্ষণ ছিল মাস্ক।
এই নব দম্পতিকে পুলিশের তরফে ৫০ টি মাস্ক ও স্যানিটাইজার বিয়ের উপহার হিসেবে দেওয়া হয়। অফিসার নিজেও দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।

পুরসভার কোভিড উপদেষ্টা দাবি করলেন, ১৫ আগস্টের পর কলকাতায় কমবে করোনা সংক্রমণ।

আগামী ১৫ আগস্টের পর মহানগরে করোনা সংক্রমণের হার কমতে শুরু করতে পারে বলে আশ্বাস দিলেন কলকাতা পুরসভার কোভিড কমিটির উপদেষ্টা।
রাজধানী দিল্লির উদাহরণ টেনে আইসিএমআর ও প্রখ্যাত সমীক্ষক সংস্থা থাইরোকেয়ারের এর তথ্য তুলে ধরে মঙ্গলবার জানালেন, আর সর্বাধিক হাজার দশেক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই সংক্রমণ কমে আসবে। বর্তমানে কলকাতায় সংক্রমণের যা গতি তাতে আর দু’সপ্তাহের একটু বেশি সময় লাগতে পারে। পুরসভার কোভিড কমিটির উপদেষ্টা তথা আইএমএ’র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ডাঃ শান্তনু সেন এদিন জানান,“জনসংখ্যার ১৭ থেকে ২০ শতাংশ নাগরিক সংক্রমিত হলেই হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে। দিল্লিতে ২২.৮ শতাংশ বাসিন্দা সংক্রমিত হওয়ার পর কমতে শুরু করেছে। জুন মাসে আইসিএমআর জানায়, কলকাতায় ১৪ শতাংশ বাসিন্দার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, জুলাই মাসে এটা বৃদ্ধি পেলেন প্রকৃত সংখ্যা এখনও জানায়নি কেন্দ্রীয় সংস্থা।
থাইরোকেয়ার বলছে, বর্তমানে ২০ শতাংশ মানুষ সংক্রমিত হয়ে গিয়েছে। যদি মধ্যবর্তী অবস্থান মেনে নেই, তা হলেও কলকাতা ১৭ শতাংশ পেরিয়েছে। অঙ্কের হিসাবে আর মাত্র ২ থেকে ৩ শতাংশ প্রয়োজন।” কলকাতায় ভাইরাসের সংক্রমণ ক্ষমতার তথ্য তুলে এদিন ডাঃ সেন বলেন, মার্চ মাসে একজন সংক্রমিত হলে তিনি তিনজনের মধ্যে করোনা পৌছে দিতেন। কিন্তু এখন সেই সংক্রমণ ক্ষমতা কমে ১.২২ হয়েছে। ধীরে ধীরে এই ক্ষমতা ১ এর নিচে নামবে। তখন চিকিৎসা বিজ্ঞানের নিয়মে ভাইরাসের সংক্রমণ হার শূন্য হয়ে যাবে। কলকাতার জনসংখ্যার তথ্য তুলে পুরসভার কোভিড উপদেষ্টা ডাঃ সেন বলেন, “শহরের জনসংখ্যা যদি ৫০ লাখ হয় তবে এখন সংক্রমণের যা হার তাতে খুব বেশি হলে তিন সপ্তাহ লাগবে। অর্থাৎ ভেলোর হাসপাতালের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ডাঃ জ্যাকব জনের ফর্মূলা মেনে ১৫ আগস্টের পর থেকে সংক্রমণ কমতে শুরু করবে।”

২ এবং ৯ অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন নয়, ঘোষণা রাজ্য সরকারের

২ এবং ৯ অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন হচ্ছে না৷ ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে সম্পূর্ণ লকডাউনের সূচিতে বদল করল রাজ্য সরকার৷ ট্যুইট করে এ খবর জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর৷

ওই দু' দিন বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অগাস্ট মাসের মোট সাতদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকছে৷

রাজ্য সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী- ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগাস্ট রাজ্যে 'কমপ্লিট লকডাইউন' থাকছে৷ ২ ও ৯ অগাস্ট রবিবার পড়েছে৷ এই দু' দিন রাজ্যে 'কমপ্লিট লকডাউনের' সিদ্ধান্ত প্রত্যাহার করা হল বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর৷

স্বরাষ্ট্র দফতর ট্যুইটারে জানিয়েছে, এ দিন লকডাউনের সূচি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে ২ এবং ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউন না করার জন্য অনুরোধ ও আবেদন আসছিল৷ কারণ ওই দু'টি দিনই কয়েকটি ধর্মীয় উৎসব এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পালন করা হয়৷ সেই কারণেই ২ এবং ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হল৷ মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য স্বরাষ্ট্র দফতর জানিয়েছে৷

এবার ফ্লিপকার্টে অর্ডার করুন আর 90 মিনিটের মধ্যে পেয়েযান আপনার প্রোডাক্ট

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের ডেলিভারি সার্ভিস এমনিতে বেশ ভালো। তবে এরপর থেকে আরো উন্নত এবং দ্রুত ডেলিভারি সার্ভিস দেখতে পাবেন কাস্টমাররা। আসলে আজ Flipkart, তার হাইপার-লোকাল ডেলিভারি সার্ভিস, Flipkart Quick চালু করেছে। এবার থেকে অর্ডার দেওয়ার ৯০ মিনিটের মধ্যে পাওয়া যাবে প্রোডাক্ট। বেঙ্গালুরু সহ কয়েকটি নির্বাচিত অঞ্চলে আজ থেকেই এই পরিষেবাটি উপভোগ করা যাবে।

কী এই ‘ফ্লিপকার্ট কুইক’ সার্ভিস:

মনে করা হচ্ছে, ফ্লিপকার্টের সদ্য চালু হওয়া এই নতুন ডেলিভারি সার্ভিসটি অনেকটা ২০১৬ সালে চালু হওয়া Amazon’s Prime Now পরিষেবার মতই। সংস্থাটি জানিয়েছে Flipkart Quick পরিষেবায় লোকেশন ম্যাপিংয়ের জন্য আরো উদ্ভাবনী এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে যে শুধু ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত হবে তা নয়, গ্রাহকের ঠিকানা মানচিত্রে আরো স্পষ্ট এবং সঠিকভাবে খুঁজে বের করা সম্ভব হবে।

ফ্লিপকার্ট কুইক লঞ্চের পর, সংস্থাটি প্রথমদিকে ২০০০-এরও বেশি গ্রোসারি, মাংস, ডেয়ারি, মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক্স ইত্যাদি আনুষঙ্গিক প্রোডাক্ট সরবরাহ করবে। এই পরিষেবায় গ্রাহকরা দিনের যেকোনো সময় অর্ডার দিতে পারবেন এবং তাদের অর্ডারটি সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত যেকোনো সময়ে ডেলিভার করা হবে। অর্ডার প্লেস হওয়ার ৯০ মিনিটের মধ্যে নাকি পছন্দমত দুঘন্টার টাইম স্লটে ডেলিভারি পেতে চান, গ্রাহকরা সে বিকল্প বেছে নিতে পারবেন। তবে এই পরিষেবাটির জন্য গ্রাহকদের সর্বনিম্ন ২৯ টাকা ডেলিভারি ফি দিতে হবে।
আপাতত বেঙ্গালুরু, হোয়াইটফিল্ড, পানাথুর, এইচএসআর লেআউট,বিটিএম লেআউট, বনশঙ্করী, আরকে পুরাম এবং ইন্দিরনগরের বাসিন্দারা এই পরিষেবাটি পাবেন। আশা করা যায় খুব তাড়াতাড়ি এটি দেশের সমস্ত শহরে চালু হবে।