আধার সংযুক্তির পর বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন তুলতে পারবেন গ্রাহকরা। কোনও কারণে বায়োমেট্রিক পদ্ধতি যদি সফল না হয়, তবে সংযুক্ত মোবাইল নম্বরে OTP-র মাধ্যমেও রেশন তোলা যাবে। তবে লকডাউন চলায় এখনও নয়া সিদ্ধান্ত এখনও চালু করা হবে না।
কেন্দ্র রেশনের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা প্রধানমন্ত্রী ঘোষণা করার পর রাজ্যে ২০২১-এর জুন পর্যন্ত নিখরচায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, রাজ্যে লকডাউন চলাকালীন রেশন সরবরাহ নিয়ে একগুচ্ছ অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নিয়েছে রাজ্য সরকার।
এমন সময়ে বিকল্প পথের সন্ধান খুঁজছিল খাদ্য দফতর। গ্রাহক স্বার্থেই বায়োমেট্রিক ও SMS পদ্ধতি চালু করা হবে। প্রসঙ্গত, রাজ্যে রেশন কার্ডের সংখ্যা প্রায় ১০ কোটি। তবে অনেকেই ফোন নম্বর সংযুক্ত করাননি। আপাতত সেই সংযুক্তিকরণে জোর দেওয়া হয়েছে।
এভাবে উপভোক্তার রেশন যাতে অন্য হাতে না যায়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর খাদ্য দফতর।