১লা আগস্ট থেকে বদলে যাচ্ছে নিয়ম, আপনার টাকার ওপরে প্রভাব পড়বে

১ অগাস্ট থেকে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে৷ এর জেরে কিছু জিনিস যেমন সস্তা হবে তেমনিই কিছু জিনিসের দামও বাড়তে চলেছে৷ এই বদলের মধ্যে রয়েছে ব্যাঙ্ক লোন, অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স, Auto insurance, Insurance, প্রধানমন্ত্রী কৃষি যোজনা সবকিছুই রয়েছে৷ তাই সবদিক জানা না থাকলে গ্রাহকরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন৷
সস্তা হতে চলেছে গাড়ি ও বাইক কেনামোটর ভেহিক্যাল insurance-র ক্ষেত্রে অগাস্টের এক তারিখ থেকে আসছে বদল৷ এর জেরে আগামী মাস থেকে গাড়ি বা বাইক কেনার সময় দাম খানিকটা সস্তা হেবে গ্রাহকদের৷ এই করোনা কালে যাতে কোটি কোটি মানুষ লাভবান হতে চলেছেন৷ লোকে যখন গাড়ি কেনে তখন লোন টার্ম প্যাকেজ পলিসির যখন যানবাহনের দামটা বেড়ে যায়৷ IRDAI জানিয়েছে Motor Third Party and Own Damage Insurances নিয়মে বদল আসছে অগাস্টের ১ তারিখ থেকে৷ এরফলে গ্রাহকদের ৩ বা ৫ বছরের জন্য insurance-করাতে বাধ্য হতে হবে না৷
মিনিমাম ব্যালান্সের নিয়মে বদলেবেশ কয়েকটি ব্যাঙ্ক নিজেদের নগদের পরিমাণে ভারসাম্য রাখতে ও ডিজিটাল ট্রানজাকশান বাড়ানোর লক্ষ্যে ১ অগাস্ট থেকে নূন্যতম ব্যালান্সের ওপর চার্জ লাগানোর ঘোষণা করেছে৷ তিনটি ফ্রি লেনদেনের পর যা ট্রানজাকশন হবে তা চার্জেবেল হবে৷ Bank of Maharashtra, Axis Bank,Kotak Mahindra Bank,RBL Bank ইতিমধ্যেই জানিয়েছে এই চার্জের কথা৷ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে যারা শহরের অ্যাকাউন্ট হোল্ডার তাদের অন্তত ২০০০ টাকা অ্যাকাউন্টে রাখতে হবে৷ এর আগে এটা ১৫০০ টাকা ছিল৷ এই ব্যালান্স না রাখলে শহরে ৭৫ টাকা, মফস্বল এলাকায় ৭৫ টাকা ও গ্রামীণ এলাকায় ২০ টাকা করে অতিরিক্ত কাটা হবে৷
১০ কোটি কৃষক আসবেন পিএম কিষাণ স্কিমেমোদি সরকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের জন্য বিশেষ প্রকল্প রেখেছ যার নাম PM-Kisan স্কিম৷ এতে নাম লেখানো কৃষকদের পঞ্চম কিস্তি পেয়ে গেছে৷ এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০০ টাকা করে প্রতি কৃষকের অ্যাকাউন্টে টাকা দেবেন৷ ১ এপ্রিল ২০২০ থেকে এই টাকা দেওয়ার কথা৷ এখনও অবধি দেশে ৯.৮৫ কোটি কৃষক লাভবান হয়েছেন৷
আরবিএল ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে নিয়ম বদলRBI সদ্যই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হারে পরিবর্তন করেছে৷ ১ অগাস্ট থেকে বদলে যাবে সুদের হার৷ এক লক্ষ টাকা অবধি সেভিংসে এবার থেকে বাৎসরিক ৪.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে৷ অন্যদিকে ১-১০ লক্ষ টাকা অবধি ৬ শতাংশ সুদ পাওয়া যাবে৷ আর ১০ লক্ষ থেকে ৫ কোটি টাকা অবধি সুদের হার হবে ৬.৭৫ শতাংশ৷ ডেবিট কার্ড ক্ষতিগ্রস্ত হলে তার জন্য ২০০ টাকা ও আর টাইটেনিয়াম ডেবিট কার্ডের জন্য দিতে হবে ২৫০ টাকা৷ গ্রাহকরা মাসে ৫ বার ফ্রি ট্রানজাকশন করে ক্যাশ তুলতে পারবেন৷
ই কমার্স কোম্পানিদের ক্ষেত্রেও বিশেষ নিয়ম চালু হবে৷ যেখানে তারা যে পণ্য বিক্রি করছে তা কোথায় তৈরি তা জানাতে হবে৷ অর্থাৎ ম্যানুফাকচারিং কান্ট্রির নাম বলতে হবে৷ ইতিমধ্যেই মিন্ত্রা, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল এই তথ্য দেওয়া শুরু করে দিয়েছে৷ এখন থেকে এই সব প্ল্যাটফর্মে স্থানীয় প্রডাক্ট বেশি প্রমোট করার নির্দেশ দেওয়া হয়েছে৷

Previous Post
Next Post
Related Posts