UNLOCK 4: দেশ জুড়ে কী কী চালু হচ্ছে একনজরে

দেশ জুড়ে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে আনলক ৪। শনিবার তারই নতুন গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে কনটেনমেন্ট জোনের বাইরে একাধিক পরিষেবায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

কী কী খোলা হল, রইল সেই তালিকা:

#সামাজিক, বিনোদন মূলক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে ছাড়পত্র দেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে। ১০০ জনকে নিয়ে অনুষ্ঠান করা যাবে।

#২১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে ওপেন এয়ার থিয়েটার।

সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জোনের বাইরে ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকাকে স্কুলে হাজির হতে বলা হয়েছে। সেখান থেকেই অনলাইনে ক্লাস করানো হবে। টেলি কাউন্সেলিংয়ের কাজও হবে।

#৭ সেপ্টেম্বর থেকে চালু হবে মেট্রো পরিষেবা। ধাপে ধাপে সেই পরিষেবা খুলে দেওয়া হবে।

#এক রাজ্য থেকে অন্য রাজ্যে অথবা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ক্ষেত্রে যানবাহনগুলির আর কোনও নিয়ন্ত্রণ থাকছে না। কোনও আলাদা পারমিটও লাগবে না।
Previous Post
Next Post
Related Posts