করোনা সংক্রমণ যেভাবে দিন দিন বেড়েই চলেছে তাতে ওষুধও আবশ্যক হয়ে পড়েছে। অন্যদিকে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শেষ করে বাজারে আসতে আরো কিছুটা সময় লাগবে। তাই প্রধানত করোনা চিকিৎসার জন্যই একটি নতুন ট্যাবলেট আনতে চলেছে দেশের অন্যতম ওষুধ নির্মাণকারী সংস্থা সিপলা৷ সম্ভবত আগস্ট মাসেই তা বাজারে চলে আসতে পারে।
সিপলা এবং CSIR- Indian Institute of Chemical Technology (IICT)-র মিলিত প্রয়াসে করোনার ওষুধটি তৈরি করা হয়েছে৷ তবে যেহেতু করোনা রোগীদের কথা মাথায় রেখেই এই ওষুধ তৈরি করছে সংস্থা, তাই দেশের যে অঞ্চলগুলিতে করোনা সংক্রমণের প্রভাব তুলনামূলক ভাবে বেশি, সেখানে এই ওষুধের সরবরাহও বেশি পরিমাণে করা হবে বলে জানা গেছে। হাসপাতালগুলির সাথে সাথে খোলা বাজারেও এই ওষুধ মিলবে৷
সংস্থার তরফে জানানো হয়েছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-র তরফে ইতিমধ্যেই Favipiravir গোত্রের ওষুধ Ciplenza উৎপাদনের অনুমতি দিয়েছে। Favipiravir আসলে একটি অ্যান্টি ভাইরাল ওষুধ যা জাপানের ফুজি ফার্মা আবিষ্কার করেছিল৷ মৃদু এবং মাঝারি উপসর্গযুক্ত করোনার উপশমের ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ ইতিবাচক ফল দিয়েছে৷