বাগনান হাই স্কুলের ইতিহাস

বাগনানের গর্ব বাগনান হাইস্কুল।1854 সালে কটক রোডের ধারে চন্দ্রপুর গ্ৰামে জমিদার হেমচন্দ্র ঘোষের কাচারী বাড়ির পূব দিকের খোলা বারান্দায় এর পথ চলা শুরু।এই সময় এর নাম ছিলো" স্কুল "।আসলে সেই সময়ে ইংরেজ বনিক দের মার্কম‍্যান চাকরির জন্য ভারতীয় লোকের যোগান দেওয়ার জন্য এরকম স্কুল গড়ে ওঠে।1856 সালে বিদ‍্যাসাগর মহাশয় কটক রোড দিয়ে যাবার সময় স্কুল লেখা দেখে কৌতূহল বশে এই কাচারী বাড়িতে প্রবেশ করেন।তিনি সবকিছু দেখার পর জমিদার বাবুকে অনুরোধ করেন এই অঞ্চলে একটি প্রকৃত স্কুল খোলার জন্য।জমিদার হেমচন্দ্র ঘোষ সেই অনুরোধ ফেলতে পারলেন না।1857 সালের জানুয়ারি মাসে খাদিনান শিবতলায় শুরু হলো বাগনান বয়েজ স্কুলের পথচলা।বিদ‍্যাসাগর মহাশয় এই স্কুলের জন্য দুজন শিক্ষক পাঠিয়েছিলেন।ওই দুজন শুরু করেন পাঠদান ।
পাঠদান শুরু হবার প্রায় ছ মাস বাদে বিদ‍্যাসাগর মহাশয় স্কুল পরিদর্শন করতে এসেছিলেন।তারপর আর কোনো দিন মনে হয় তিনি আসেন নি।কিন্তু তিনি এই স্কুলের ভালোর দিকটা সবসময় দেখেছেন।কেননা 1862 সালে 28 টি জেলা স্কুলের সাথসাথে বাগনান হাই স্কুলের বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাবার বিষয় টা তিনি দেখেছিলেন।শুরু হলো সুমহান ঐতিহ্যবাহী বাগনান হাইস্কুলের পথচলা।কিন্তু আধুনিক স্কুল গড়তে গেলে স্থানের পরিবর্তন দরকার সেটা জমিদার মহাশয় বুঝতে পেরেছিলেন।সেই সময় বাগনান থানা থেকে ষ্টেশন পর্যন্ত পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।
জমিদার হেমচন্দ্র ঘোষ চলে এলেন বাগনান কাচারীপাড়ায় জমিদার মনোহর শীল বাবুর কাছে।শীলবাবুদের কুঠি বাড়ি ছিলো বাগনান রথতলায়।তিনি শিলবাবুর কাছে স্কুলের জন্য ওই কুঠি বাড়ি ভিক্ষা হিসেবে চেয়ে বসেন।শীলবাবু শুধু কুঠি বাড়ি দিলেন তা নয় সবরকমের সাহায্য করলেন।
শীলবাবুদের সাহায্যে পাকাঘর হলো,কলকাতা থেকে রঙ এনে মিস্ত্রি দিয়ে রঙ করানো হলো,200 ছাত্র বসতে পারে বেঞ্চ তৈরি করালেন, চেয়ার টেবিলের ব‍্যাবস্থা সব করে দিলেন জমিদার মনোহর শিল মহাশয়।1877 সালের জুলাই মাস থেকে শুরু হলো আধুনিক এই বাগনান হাইস্কুলের অন্তহীন পথচলার ইতিহাস।




Previous Post
Next Post
Related Posts