করোনা আক্রান্ত ব্যক্তির দেহে দেখা দিয়েছে নতুন ১৩টি উপসর্গ, জেনে নিন

কোভিড-১৯ মুহুর্তেই তার চেহারা পরিবর্তন করছে, যার ফলে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে বিজ্ঞানীদের হিমশিম খেতে হচ্ছে। নতুন নতুন উপসর্গ নিয়ে ধরা দিচ্ছে করোনা। এছাড়া আক্রান্ত হওয়ার পর কোনো ধরণের উপসর্গ ছাড়াও মৃত্যুর ঘটনা ঘটছে।

সাধারণত কাশি, জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টের মাধ্যমেই ভাইরাসটির উপসর্গ দৃষ্টিতে আসলেও জাপানের চিকিৎসকরা খুঁজে পেয়েছেন করোনা ভাইরাসের নতুন ১৩টি উপসর্গ। তাহলে চলুন জেনে নেওয়া যাক করোনাভাইরাসের নতুন উপসর্গগুলি কি কি:-


১) হঠাৎ করে বা ধীরে ধীরে ঠোঁটের স্বাভাবিক রঙ বদলে বেগুনি হয়ে যাওয়া।

২) অস্বাভাবিক ভাবে দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া।

৩) হঠাৎ করে দম বন্ধ হয়ে আসার অনুভূতি হওয়া।

৪) সামান্য চলাফেরা করতে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়া।

৫) কোন কারন ছাড়াই বুকে ব্যথা হওয়া।

৬) শুয়ে শুয়ে শ্বাস নিতে কষ্ট হওয়া বা উঠে বসে শ্বাস নিতে হওয়া।

৭) শ্বাসকার্য অস্বাভাবিক হওয়া বা শ্বাস নিতে কষ্ট পাওয়া।

৮) শ্বাসকার্য চলাকালীন বা শ্বাস নেওয়ার সময় হঠাৎ করে শব্দ হওয়া।

৯) অস্বাভাবিকভাবে নাড়ির স্পন্দন অনুভূত হওয়া।

১০) চেহারা ধীরে ধীরে মলিন হওয়া।

১১) হঠাৎ হঠাৎ অস্বাভাবিক আচরণ করা।

১২) বিশেষ করে অমনোযোগী হয়ে পড়া।

১৩) কোন প্রশ্ন করলে বিভ্রান্ত হয়ে পড়া অথবা মেজাজ বিগড়ে যাওয়া।

Previous Post
Next Post
Related Posts