মোবাইল সিম নিয়ে আসতে চলেছে নতুন নিয়ম ! জানুন বিস্তারিত

এবার সহজেই প্রিপেইড মোবাইল নম্বরকে বদলে নিতে পারেন পোস্টপেইড কানেকশনে। মোবাইল ফোন গ্রাহকদের এবার প্রিপেইড সিম কার্ড পোস্টপেইড কানেকশনে বদলানোর জন্য আর দ্বিতীয়বার যাচাই বা ভেরিফিকেশন করাতে হবে না।

এর জন্য এবার দরকার পড়বে শুধুমাত্র একটি OTP-র, যা দিয়ে গ্রাহকদের কাজ হয়ে যাবে। বলা হচ্ছে যে একটি ওটিপি দিয়ে গ্রাহকদের পোস্টপেইড কানেকশন চালু হয়ে যাবে।

গ্রাহকের মোবাইলে আসা ওটিপি থেকেই যাচাই বা ভেরিফিকেশন হয়ে যাবে। আর বিলিংয়ের জন্য গ্রাহকদের নিজের ঠিকানা প্রমান কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতে পারবেন।


গ্রাহকদের যাচাই বা ভেরিফিকেশনের জন্য টেলিকম বিভাগ নতুন নির্দেশিকা তৈরি করে নিয়েছে। যা এক থেকে দুই সপ্তাহের মধ্যে জারি করা হতে পারে। উল্লেখযোগ্য, দেশে ৯০ কোটিরও বেশি প্রিপেইড মোবাইল গ্রাহক রয়েছে।

জানা গেছে যে এতে জম্মু ও কাশ্মীরে যাওয়া গ্রাহকদেরও সুবিধা হবে। কারণ জম্মু ও কাশ্মীরে অন্য কোনও রাজ্যের প্রিপেইড সিম কাজ করে না।


 

Previous Post
Next Post
Related Posts