নতুন গাড়ি বা বাইক কেনার সময় এবার থেকে আর দীর্ঘ মেয়াদি “থার্ড পার্টি মোটর ইনসিওরেন্স”এর প্রিমিয়াম দিতে হবেনা গ্রাহককে। গত জুন মাসে,দেশের বিমা নিয়ামক সংস্থা IRDAIএর তরফ থেকে সমস্ত বীমা সংস্থাগুলিকে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। IRDAIএর স্পষ্ট নির্দেশ, আসন্ন পয়লা আগস্ট থেকে গাড়ি বা বাইক গ্রাহকদের থার্ড পার্টি মোটর ইনসিওরেন্স প্যাকেজ বিক্রি করতে পারবেনা বীমা সংস্থাগুলি। এতে নতুন গাড়ি কেনার গ্রাহকদের খরচ অনেকটাই কম পড়বে।
বর্তমানে, গাড়ি কেনার ক্ষেত্রে তিন বছরের মেয়াদে OD কভার এবং থার্ড পার্টি ইনসিওরেন্স এর প্রিমিয়ামের টাকা দিতে হয় গ্রাহককে। মোটরবাইক কেনার ক্ষেত্রে মেয়াদ পাঁচ বছরের। এই বীমার প্রিমিয়ামের কারণে, নতুন গাড়ির দাম অনেকটাই বেশি হয়ে যায়। গ্রাহকদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই সম্প্রতি IRDAI এর তরফ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পহেলা আগস্ট থেকে গাড়ি কিনলে বীমার জন্য অতিরিক্ত মূল্য গুনতে হবে না গ্রাহককে।
Acko জেনারেল ইনসিওরেন্সের প্রোডাক্ট স্ট্রাটিজির প্রধান অনিমেষ দাশ জানালেন, IRDAIএর নির্দেশ অনুসারে OD-র ক্ষেত্রে বিমার মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে এক বছর করা হয়েছে। এছাড়া পলিসির শর্তাবলী এবং সুযোগ-সুবিধায় কোনো পরিবর্তন করা হয়নি। পাশাপাশি তিনি জানিয়েছেন, এবার থেকে এক সংস্থার বীমার এক বছরের মেয়াদ উত্তীর্ণ হলে, গ্রাহক চাইলে পরের বছর অন্য বীমা সংস্থার থেকে বীমা করাতে পারেন।