ভারতকে বিপাকে ফেলতে চীনের নতুন গেম প্ল্যান। জানতে দেখে নিন বিস্তারিত

একদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত ভারতের বিরুদ্ধাচারণ করে চলেছে চিন। অন্যদিকে, ভারতকে বিপাকে ফেলতে ফের তৈরি করে ফেলেছে নতুন ফন্দি। বর্তমানে ব্রহ্মপুত্র নদকে তার অস্ত্র বানিয়েছে লাল চিন। তবে এসব বিহয়ে কড়া নজর দিচ্ছে ভারতও।

মনে করা হচ্ছে, এই মূহূর্তে ব্রহ্মপুত্র নদে যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তা শুধুমাত্র প্রাকৃতিক কারণে না। এর পিছনে হাত রয়েছে চিনের। এটি চিনের একটি কৌশল। কখন তখন অতিরিক্ত মাত্রায় জল ছেড়ে প্রতিবেশী দেশগুলিকে সমস্যায় ফেলতে চিনের জুড়ি মেলা ভার।

প্রতি বছর ব্রহ্মপুত্র নদ প্লাবিত হয়। এর ফলে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। চিনের ‘স্পনসর’ করা এই বন্যায় হাজার হাজার মানুষ বিপাকে পড়েন। তখন স্থানীয় প্রশাসনকে দায়ী মানা হলেও এর জন্য চিনকেই অনেকে দায়ী করেন।

রহ্মপুত্র নদ তিব্বত থেকে উত্পন্ন হয়ে অরুণাচল প্রদেশ এবং অসম হয়ে উত্তর পূর্বের অন্যান্য রাজ্যে গিয়েছে, এই কারণে এই নদে চিনের নিয়ন্ত্রণ রয়েছে। চিন ব্রহ্মপুত্রের উপর অনেক বাঁধ তৈরি করেছে এবং বলা যেতে পারে, ভারতে বন্যার চাবিকাঠি নিজের হাতে রেখেছে।
তবে ভারতও চিনের এই চালাকি বুঝতে পেরেছে। ফলে ওই এলাকায় শক্তি বাড়ানোর চেষ্টা চলছে। বন্যা রোধের পরিকল্পনা করা হচ্ছে।
চিন বর্তমানে দ্রুত বাঁধ তৈরি করছে। সঠিক না বলা গেলেও অনুমান করা হয় খানে ৮০ হাজারেরও বেশি বাঁধ রয়েছে। এই বাঁধের ফল জল ছেড়ে উত্তর-পূর্ব ভারতে বেশ কয়েকটি রাজ্যে যেমন বন্যা পরিস্থিতি সৃষ্টি করা যায়, তেমনই জল আটকে খরা পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে চিন।
Previous Post
Next Post
Related Posts