আগামী শনিবার ইদ, তার আগেই পড়শি দেশ বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার দিল ভারত। সোমবারই গেদে-দর্শনা সীমান্ত দিয়ে এই ইঞ্জিনগুলি পড়শি দেশে পাঠানো হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ১০টি ইঞ্জিনই ব্রডগেজের জন্য নির্মিত। বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, "ভারতীয় রেলওয়ে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার স্বরূপ দেবে আজ। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হাতে ভারতীয় রেলওয়ে ইঞ্জিনগুলি হস্তান্তর করছে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের রেলমন্ত্রী পীযুষ গয়াল ও বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মেনন। বাংলাদেশ রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, সেদেশে ব্যবহৃত ৭২ শতাংশ রেল ইঞ্জিনই প্রায় বাতিল হয়ে গিয়েছে। কারণ সেগুলির সার্ভিস-লাইফ শেষ হয়ে গিয়েছে।
তাই বাংলাদেশ সরকার ভারতের সাহায্য চেয়েছিল এই সমস্যার সমাধানের জন্য। আরও জানা যাচ্ছে, বাংলাদেশের রেলমন্ত্রক ভারতের কাছে বন্ধুত্বের সৌজন্যে অথবা ভাড়ায় ১০টি ব্রডগেজ ও ১০টি মিটারগেজ রেল ইঞ্জিন চায়। উল্লেখ্য, আমেরিকা ও উত্তর কোরিয়া থেকে আগামী বছরেই বাংলাদেশ নতুন কিছু রেল ইঞ্জিন পেয়ে যাবে। ততদিন কাজ চালানোর জন্যই ভারতের সাহায্য চায় বাংলাদেশ। সূত্রের খবর, বন্ধুত্বের সৌজনেই বিনা ভাড়ায় এই ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশকে দিল ভারত। যেগুলি ভারতে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে তৈরি হয়েছে।